সিনেমাকে বলা হয় বাস্তবের পুনঃনির্মাণ। তাই অনেক সিনেমাই আমাদের জীবন ঘেঁষে হেঁটে যায়। তখন সেলুলয়েডের জানালা দিয়ে আমাদের নিজেদের জীবনেরই অনেক অনুভূতি আমরা পুনরায় আবিষ্কার করি। আর এই অনুভূতিগুলো কখনও ফুরিয়ে যায় না, সেই সিনেমাগুলো আবার কখনও দেখতে বসলে সেই একই অনুভূতিগুলো হৃদয়ের মাঝে ফিরে আসে।
বাবা-ছেলের সম্পর্ক নিয়ে যেসব সিনেমা দেখেছি সেগুলোর মধ্যে অনেকগুলোই আমার হৃদয় ছুঁয়ে গেছে, মনে করিয়ে দিয়েছে নিজের জীবনেরই ছোট ছোট কোন ঘটনা অথবা স্বপ্নের কথা। এগুলোর মধ্যে কয়েকটা হয়ত খুবই নামকরা সিনেমা, কিছু হয়ত একান্তই ব্যবসায়িক সিনেমা। সেগুলোর মধ্যে থেকে সাতটি সিনেমা নিয়ে এই লেখাটি। কোন সিনেম্যাটিক বিশ্লেষণ নয়, শুধু ঘটনাগুলোকে হালকা স্পর্শ করে যাওয়ার চেষ্টা করলাম এখানে।।