পৃষ্ঠাসমূহ

১৭ ফেব, ২০১৫

বরফসন্ধ্যায় অরণ্যের ভেতর — রবার্ট ফ্রস্ট

এই অরণ্য যার—মনে হয় যেন আমি তাকে চিনি,
নিবাস তাঁর ঐ দূর গ্রামের ধারে,
জানবে না সে থমকে দাঁড়িয়ে দেখছি আমি—
স্নিগ্ধ বনভূমি ঢেকে যাচ্ছে ধবল তুষারে।

ভাবছে ঘোড়া এখানে থামছি কেন,
আশেপাশে নেই তো কোন খামারের আশ্রয়,
বিস্তৃত অরণ্যানী আর জমাট হ্রদের ধারে,
এই শীতল সময়ের অন্ধকারাচ্ছন্ন সন্ধ্যায়।

তাই ঘোড়া গলার ছোট্ট ঘণ্টি বাজায়,
জানতে চায় ভুল হয়েছে কখন-কোথায়,
অন্য কোন শব্দ নেই মৃদু বাতাস ছাড়া,
শুধু নরম তুষার ঝরে পড়ছে অপরূপ নিস্তব্ধতায়।

গভীর বনের ভেতর আলো-ছায়া প্রেম, 
কিন্তু আমায় পিছু ডাকে প্রতিজ্ঞার সুর,
ঘুমোবার আগে আমায় যেতে হবে বহুদূর,
ঘুমোবার আগে আমায় যেতে হবে বহুদূর।।


ভাষান্তরঃ অরিন্দম গুস্তাভো বিশ্বাস
০৮ ফেব্রুয়ারি ২০১৫
খুলনা

ঋণস্বীকারঃ