পৃষ্ঠাসমূহ

২৭ মার্চ, ২০১৩

অনিকেত প্রান্তরে একটি অন্যসময়ের অনুভূতি

এরশাদ ভাই আর্টসেল ছেড়ে দিচ্ছেন এই খবরটা এসেছিল গতবছরের মে মাসে। তখনই বুঝতে পেরেছিলাম যে আর্টসেল আর সেই আগের আর্টসেল থাকছে না। প্রায় এক বছর পর ফেসবুকে অন্য ব্যান্ড মেম্বারদের অফিশিয়াল ঘোষণার ভিডিওটির মাধ্যমে জানা গেল আর্টসেল ব্যান্ড ভেঙ্গে যাচ্ছে। আমি কলেজ লাইফ থেকে আর্টসেল শুনতে শুনতে বড় হয়েছি, তাই এই ব্যাপারটা মেনে নেওয়া আমার জন্য বেশ কষ্টকর। এরশাদ ভাইয়ের আর্টসেল ছেড়ে দেবার খবরটা পাবার পর আর্টসেলকে নিয়ে এই লেখাটি লিখেছিলাম। এরশাদ ভাইকে নিয়ে লিখলেও এটা আসলে আমার জীবনে আর্টসেলের গল্প। আর্টসেল ভেঙ্গে যাওয়ার খবরটা পাওয়ার পর এই লেখাটার কথা আবার মনে পড়ে গেল। কিছু ফেলে আসা স্মৃতি মানুষকে চিরকাল আবেগাপ্লুত করে, আমার জীবনে আর্টসেল তেমনি একটা সুখস্মৃতি। RIP আর্টসেল!



১৭ মার্চ, ২০১৩

সাংস্কৃতিক যুদ্ধক্ষেত্র ও শাহবাগ আন্দোলন


রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বাঙ্গালির দূর্বলতার কারণ হিসেবে অনেকে মনে করেন যে বাঙ্গালি জাতি চিরদিন শুধু শোষিত হওয়ার ফলে তারা শাসন করতে শেখেনি সেই পাল, সেন, মোঘল থেকে আরম্ভ করে ব্রিটিশ, পাকিস্তান আমল পর্যন্ত বাঙ্গালি জাতি শুধু বহিরাগতদের দ্বারা শাসিত হয়ে গেছে অবিরাম বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে তাজউদ্দীন আহমদ বলেছিলেন - আমরা আমাদের কর্মীদেরকে আন্দোলন করা শিখিয়েছি, দেশ গড়ার কাজ কিভাবে করতে হবে তা শেখাইনি তবে গোটা ব্যাপারটির উপর যদি বিপরীত দিক থেকে আলোকপাত করা হয় তাহলে দেখা যাবে যে উপর্যুপরি শোষণের ফলে বাঙ্গালিমাত্রই জানে কিভাবে আন্দোলন করতে হয় আন্দোলন করা বাঙ্গালিকে শিখতে হয় না, আন্দোলন মিশে আছে বাঙ্গালির রক্তে এর প্রমাণ বাঙ্গালি দিয়েছে বারবার, বহুবার বাঙ্গালির এই আন্দোলন পরিপূর্ণতা পায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ নামের স্বাধীন ভূখন্ডের জন্মের মাধ্যমে


১৩ মার্চ, ২০১৩

শাহবাগ আন্দোলন - ডিজাইন ও ইলাস্ট্রেশন


শাহবাগ আন্দোলনের সমর্থনে সময়ের সাথে তৈরি হয়েছে বহু পোষ্টার, প্ল্যাকার্ড, ব্যানার। সেগুলো ছড়িয়ে পড়েছে অনলাইনে। যতগুলো পাওয়া গেল, সেগুলো সংগ্রহ করে রাখার উদ্দেশ্যেই এই পোষ্ট। আপনার সংগ্রহে যদি এমন কিছু থেকে থাকে, আমাকে পাঠিয়ে দিলে আমি সেটাকে পোষ্টে যোগ করে নেব। সবাইকে ধন্যবাদ। এই পোষ্টের জন্য বিশেষভাবে ধন্যবাদ পাবেন মিঃ সাইফুর তুষার।

ছবির উপর ক্লিক করে বড় করে দেখতে পাবেন।





১১ মার্চ, ২০১৩

উইড়া যায় রে পক্ষী তার পইড়া থাকে ছায়া



ওর সাথে আলাদাভাবে বসে ঠিক কথা হয়নি কোনদিন।

ওকে আমি চিনতাম, ও আমাকে চিনত। আমার খুব কাছের একটা বান্ধবী তানির বন্ধু ছিল ও, সেভাবেই পরিচয়। আমাকে অরিন নামে ডাকত ও। দেখা হলেই বলত, 'এই অরিন, কেমন আছিস রে?'। আমাদের মধ্যে তুই-তুকারি সম্পর্ক ছিল। ও বেশীরভাগ কথা শুরু করত এইভাবে, 'এই শোন...'। ওর সাথে আর দেখা হবেনা, ও একইভাবে আর কিছু শোনাতে চাইবে না কোনদিন।

কিছুক্ষণ আগে মনে পড়ল। ওর সাথে শেষবার দেখা হয়েছিল সাত রাস্তার মোড়ে, সেটাও বহুদিন আগে। সেদিনও ও ছিল একই রকম ছটফটে। চৌধুরী মামা'র চায়ের দোকানের সামনে যে ফাঁকা মত জায়গাটা আছে, সেখানে দাঁড়িয়ে আমরা সবাই চা খেয়েছিলাম সেদিন। সন্ধ্যা হয়ে এসেছিল, দোকানপাটে জ্বলে ওঠা বাল্বের লাল আলোতে ওর চশমার কাঁচটা ঝকমক করছিল, এখনও চোখ বন্ধ করলে আমি যেন দেখতে পাই। ও চলে যেতে চাইলে আমি বলেছিলাম, 'আরেহ, পরে যাইস'। ও বলল, 'না রে, বাসায় যেতে হবে'। শেষবারের মত চলে গিয়েছিল ও।


৭ মার্চ, ২০১৩

শাহবাগ আন্দোলন - অন দ্য কালচারাল ফ্রন্ট


শাহবাগ আন্দোলনের শুরুর থেকে সেটার প্রতি একটা বুদ্ধিবৃত্তিক সমর্থন যোগানোর উদ্দেশ্যে অনেকেই নিজ উদ্যোগে যার যার অবস্থান থেকে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন। কেউ গেয়েছেন গান, কেউ লিখেছেন কবিতা, কেউবা আবার দিগা ভার্তভের মত ক্যামেরা হাতে নেমে পড়েছেন আন্দোলনের মূহুর্তগুলোকে সেলুলয়েডে বন্দী করে রাখার কাজে। শাহবাগ আন্দোলনের গানগুলোর লিস্ট এবং সাথে সাথে সেগুলোর ডাউনলোড লিঙ্কের একটা সংকলন করার চেষ্টা ইতিমধ্যে করেছি। সেটা করতে করতে একসময় অন্যান্য সাংস্কৃতিক প্রতিবাদগুলোরও একটা সংকলন করার তাগিদ অনুভব করলাম। সেই তাগিদ থেকেই এই পোষ্ট। কতটুকু সফল হব জানিনা, কিন্তু চেষ্টার কোন ক্রুটি থাকবে না। এই পোষ্টে যোগ করা উচিত এমন যে কোন কিছু আমাকে জানান, আমি সেটা পোষ্টে আপডেট করে দেব। আপনাদের সকলের সাহায্য কামনা করছি। আগাম ধন্যবাদ রইল।


মিউজিক ভিডিও

১.  তুই রাজাকার - চিরকূট
          লিঙ্কঃ ফেসবুক

২. তারুণ্যের স্লোগান - ঘুড্ডি
          লিঙ্কঃ ফেসবুক