আর্নেস্তো চে’
গুয়েভারা (স্প্যানিশ উচ্চারণে ‘আর্নেস্তো
চে’ গেভারা’) ১৯২৮ সালের ১৪ই জুন আর্জেন্টিনার
রোসারিওতে জন্মগ্রহন করেন। তার বাবার নাম আর্নেস্তো গুয়েভারা লিঞ্চ এবং মা’র নাম সেলিয়া দে লা সারনা।
১৯৪৮ সালে তিনি ইউনিভার্সিটি
অফ বুয়েনস্ আয়ার্স এ চিকিৎসাশাস্ত্রে পড়াশুনা শুরু করেন। কিন্তু তার ছিল এ
পৃথিবীকে জানার ইচ্ছা। তার প্রথম অভিযান ছিল ১৯৫০ সালে ৪৫০০ কিলোমিটার (২৮০০ মাইল)
এর একটি যাত্রা। একটি ছোট মোটর লাগানো সাইকেলে করে তিনি একাই উত্তর আমেরিকার
গ্রাম্য প্রদেশগুলো ভ্রমণ করেন। ১৯৫১ সালে নয়মাস ব্যাপী দ্বিতীয় অভিযানে তিনি পাড়ি
দেন ৮০০০ কিলোমিটার (৫০০০ মাইল)। এই অভিযানে তার সঙ্গী ছিলেন তার বন্ধু আলবার্তো
গ্রানাদো। তারা দু’জন মোটরসাইকেলে করে
পাড়ি দেন আর্জেন্টিনা, চিলি, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনেজুয়েলা, পানামা এবং
মায়ামি’র ভেতর দিয়ে সাউথ
আমেরিকার প্রায় সবটুকু। এই অভিযানের কাহিনীই বিখ্যাত ‘মোটরসাইকেল ডায়েরি’
নামে পরিচিত।