শাহবাগ আন্দোলনের শুরুর থেকে
সেটার প্রতি একটা বুদ্ধিবৃত্তিক সমর্থন যোগানোর উদ্দেশ্যে অনেকেই নিজ উদ্যোগে যার
যার অবস্থান থেকে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন। কেউ গেয়েছেন গান, কেউ লিখেছেন কবিতা,
কেউবা আবার দিগা ভার্তভের মত ক্যামেরা হাতে নেমে পড়েছেন আন্দোলনের মূহুর্তগুলোকে সেলুলয়েডে
বন্দী করে রাখার কাজে। শাহবাগ আন্দোলনের গানগুলোর লিস্ট এবং সাথে সাথে সেগুলোর ডাউনলোড লিঙ্কের একটা সংকলন করার চেষ্টা ইতিমধ্যে করেছি। সেটা করতে করতে একসময় অন্যান্য সাংস্কৃতিক
প্রতিবাদগুলোরও একটা সংকলন করার তাগিদ অনুভব করলাম। সেই তাগিদ থেকেই এই পোষ্ট। কতটুকু
সফল হব জানিনা, কিন্তু চেষ্টার কোন ক্রুটি থাকবে না। এই পোষ্টে যোগ করা উচিত এমন যে
কোন কিছু আমাকে জানান, আমি সেটা পোষ্টে আপডেট করে দেব। আপনাদের সকলের সাহায্য কামনা
করছি। আগাম ধন্যবাদ রইল।
মিউজিক
ভিডিও
১. তুই রাজাকার - চিরকূট
২. তারুণ্যের স্লোগান - ঘুড্ডি
লিঙ্কঃ ফেসবুক