শাহবাগ আন্দোলনের সমর্থনে সময়ের
সাথে তৈরি হয়েছে বহু পোষ্টার, প্ল্যাকার্ড, ব্যানার। সেগুলো ছড়িয়ে পড়েছে অনলাইনে। যতগুলো
পাওয়া গেল, সেগুলো সংগ্রহ করে রাখার উদ্দেশ্যেই এই পোষ্ট। আপনার সংগ্রহে যদি এমন কিছু
থেকে থাকে, আমাকে পাঠিয়ে দিলে আমি সেটাকে পোষ্টে যোগ করে নেব। সবাইকে ধন্যবাদ। এই পোষ্টের
জন্য বিশেষভাবে ধন্যবাদ পাবেন মিঃ সাইফুর তুষার।
ছবির উপর ক্লিক করে বড় করে দেখতে
পাবেন।
অরিন্দম গুস্তাভো বিশ্বাস, ১৩ই মার্চ, ২০১৩, ঢাকা
লাস্ট আপডেটেডঃ ১৭ই মার্চ দিবাগত রাত ৩টা