জাপানী চলচ্চিত্র পরিচালক
আকিরা কুরোসাওয়া(১৯১০ - ১৯৯৮) এই চিঠিটি লিখেছিলেন সুইডিশ পরিচালক ইঙ্গমার বার্গম্যান-কে(১৯১৮
- ২০০৭), বার্গম্যানের ৭০তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে। সেই হিসেবে চিঠিটির তারিখ হয়
১৪ই জুলাই ১৯৮৮। চিঠিটি প্রকাশিত হয়েছিল একই সালে, 'চ্যাপলিন' ফিল্ম ম্যাগাজিনে। ছোট্ট চিঠিটি আমাকে মুগ্ধ করেছে, তাই অনুবাদ করে ফেললাম।
প্রিয় বার্গম্যান,
আপনার সত্তরতম জন্মদিনে আপনাকে
শুভেচ্ছা জানাই।
প্রতিবার দর্শনেই আপনার সৃষ্টি
আমার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে এবং আমি সেগুলো থেকে প্রচুর শিখেছি এবং অনুপ্রাণিত
হয়েছি। আমি চাই আপনি সুস্বাস্থ্যে থাকুন এবং আমাদের জন্য আরও চমৎকার সব সিনেমা নির্মাণ
করুন।
মেইজি যুগে(উনিশ শতকের শেষের
দিকে) জাপানে একজন মহান শিল্পী বাস করতেন যার নাম ছিল তেসাই তমিওকা। এই শিল্পী তাঁর
যুবক বয়সেই প্রচুর অসাধারণ ছবি এঁকেছিলেন এবং যখন তিনি আশি বছর বয়সে পৌঁছলেন, তখন হঠাৎ
করেই এমন সব ছবি আঁকতে শুরু করলেন যেগুলো ছিল তাঁর আগের শিল্পকর্মের থেকেও উন্নতমানের,
যেন সেটা ছিল তাঁর উৎকৃষ্ট প্রস্ফুটনকাল। আমি যখনই তাঁর ছবিগুলো দেখি, প্রতিবার আমি
অনুভব করি যে আশি বছর বয়সে পৌঁছানোর পূর্বে একজন মানুষ প্রকৃত অর্থে উন্নত শিল্প সৃষ্টি
করতে পারে না।
একজন মানবসন্তান শিশু হিসেবে
জন্ম নেয়, বালক হয়ে ওঠে, জীবনের প্রধান সময় যৌবনকাল অতিক্রম করে এবং পরিশেষে জীবন শেষ
হবার পূর্বে আবার শিশুকালে ফিরে যায়। আমার মতে, এটাই জীবনের আদর্শ পথ।
আমার বিশ্বাস আপনি আমার সাথে
একমত হবেন যে, এই দ্বিতীয় শিশুকালেই একজন মানুষ সকল সীমাবদ্ধতার উর্ধ্বে উঠে মৌলিক
শিল্প সৃষ্টিতে সমর্থ হয়ে ওঠে।
আমার বয়স এখন সাতাত্তর(৭৭)
বছর এবং আমার মনে হয় আমার আসল কাজ মাত্র শুরু হচ্ছে।
আসুন আমরা সিনেমার স্বার্থরক্ষায়
একসাথে এগিয়ে যাই।
আমার উষ্ণ অভিবাদন গ্রহন করুন,
আকিরা কুরোসাওয়া
মূল ইংরেজীঃ
Dear Mr. Bergman,
Please let me congratulate you upon your seventieth birthday.
Your work deeply touches my heart every time I see it and
I have learned a lot from your works and have been encouraged by them. I would
like you to stay in good health to create more wonderful movies for us.
In Japan, there was a great artist called Tessai Tomioka,
who lived in the Meiji Era (the late 19th century). This artist painted many
excellent pictures while he was still young, and when he reached the age of
eighty, he suddenly started painting pictures which were much superior to the
previous ones, as if he were in magnificent bloom. Every time I see his
paintings, I fully realize that a human is not really capable of creating
really good works until he reaches eighty.
A human is born a baby, becomes a boy, goes through
youth, the prime of life and finally returns to being a baby before he closes
his life. This is, in my opinion, the most ideal way of life.
I believe you would agree that a human becomes capable of
producing pure works, without any restriction, in the days of his second babyhood.
I am now seventy-seven(77) years old and am convinced
that my real work is just beginning.
Let us hold out together for the sake of movies.
With the warmest regards,
Akira Kurosawa
সূত্রঃ লিঙ্ক
অরিন্দম গুস্তাভো বিশ্বাস
২৭ ডিসেম্বর ২০১৩
খুলনা