পৃষ্ঠাসমূহ

১৭ মে, ২০১৪

চিরন্তন চিরনূতন জিজ্ঞাস্য

কেরামত মিয়াকে পেশায় একজন ব্যবসায়ী বলা যায়। ঢাকা এয়ারপোর্টের সামান্য পরেই তার একটি চায়ের দোকান আছে। উনার স্ত্রীর নাম সালমা বেগম, তিনি একজন গার্মেন্টস কর্মী। তার দুই মেয়ে, এক ছেলে। বড় মেয়েটিকে বিয়ে দিয়েছেন। মেঝ মেয়েটি তার সাথেই থাকে, মায়ের মত গার্মেন্টসে কাজ করে। আর ছোট ছেলেটি পাঁচ বছরের, তার নাম সোহেল। নিকুঞ্জ ২০ নম্বর রোডের শেষে একটি ছাঁপড়া ঘরে তাদের বাসা। বাসা বলতে একটি বড় বস্তির মধ্যে ছোট্ট একটি ঘর।