পৃষ্ঠাসমূহ

১৭ মার্চ, ২০১৪

পুরাতন বনলতা সেন

হোক সে লাল-কাল জামা পরা মেয়েটি,
অথবা হোক না নাটোরের বনলতা সেন!
আশায় থাকি ডাক দিয়ে বলবে সে
এ্যাঁই যে স্যার, এতদিন কোথায় ছিলেন?

গভীর রাতে মোবাইলের অপর প্রান্তে,
অথবা কোন দারুচিনি দ্বীপের ভিতর
হয়ত তার চোখে জ্বলে কপট আগুন,
আরও থাকে অন্ধকার, মুখোমুখি বসিবার

পৃথিবীর পথে হাজার বছর পথ হাঁটি আমি,
সন্ধ্যা নামে, ফুরায় জীবনের সব লেনদেন
জীবনের সফেন সমুদ্রের নোনা হাওয়ায়
মেয়েটি থাকে, থাকে পুরাতন বনলতা সেন।।


জীবনানন্দ দাশের 'বনলতা সেন' কবিতাটি আমার খুবই প্রিয় একটি কবিতা আমি প্রায়ই কবিতাটি পড়ি নিজের কত অনুভূতি কবিতার লাইনগুলোর সাথে মিলে যায় কবিতাটি পড়তে পড়তে নিজের অনুভূতিগুলোকেই যেন আমি নতুন করে আবিষ্কার করি এই লাইনগুলো তেমনই কিছু অনুভূতির প্রকাশ এটা কোন কবিতা নয়, এমনকি এটাকে কোন কবিতা লেখার চেষ্টা বললেও ভুল বলা হবে )

অরিন্দম গুস্তাভো বিশ্বাস
২৪ জানুয়ারী ২০১৪
ঢাকা