পৃষ্ঠাসমূহ

৭ মার্চ, ২০১৩

শাহবাগ আন্দোলন - অন দ্য কালচারাল ফ্রন্ট


শাহবাগ আন্দোলনের শুরুর থেকে সেটার প্রতি একটা বুদ্ধিবৃত্তিক সমর্থন যোগানোর উদ্দেশ্যে অনেকেই নিজ উদ্যোগে যার যার অবস্থান থেকে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন। কেউ গেয়েছেন গান, কেউ লিখেছেন কবিতা, কেউবা আবার দিগা ভার্তভের মত ক্যামেরা হাতে নেমে পড়েছেন আন্দোলনের মূহুর্তগুলোকে সেলুলয়েডে বন্দী করে রাখার কাজে। শাহবাগ আন্দোলনের গানগুলোর লিস্ট এবং সাথে সাথে সেগুলোর ডাউনলোড লিঙ্কের একটা সংকলন করার চেষ্টা ইতিমধ্যে করেছি। সেটা করতে করতে একসময় অন্যান্য সাংস্কৃতিক প্রতিবাদগুলোরও একটা সংকলন করার তাগিদ অনুভব করলাম। সেই তাগিদ থেকেই এই পোষ্ট। কতটুকু সফল হব জানিনা, কিন্তু চেষ্টার কোন ক্রুটি থাকবে না। এই পোষ্টে যোগ করা উচিত এমন যে কোন কিছু আমাকে জানান, আমি সেটা পোষ্টে আপডেট করে দেব। আপনাদের সকলের সাহায্য কামনা করছি। আগাম ধন্যবাদ রইল।


মিউজিক ভিডিও

১.  তুই রাজাকার - চিরকূট
          লিঙ্কঃ ফেসবুক

২. তারুণ্যের স্লোগান - ঘুড্ডি
          লিঙ্কঃ ফেসবুক

৩. উই আর এ্যাওয়েক বাংলাদেশ - মোহনা ও মানান সাঈদ
          লিঙ্কঃ ফেসবুক

৪. দ্বিতীয় একাত্তর - হিরণ, পাপ্পু ও অমিত
          লিঙ্কঃ ফেসবুক | ইউটিউব

৫. জাগ্রত শাহবাগ - সাদ
          লিঙ্কঃ ফেসবুক

৬. ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায় - জোডিয়াক
          লিঙ্কঃ ফেসবুক | ইউটিউব

৭. উই আর এ্যাওয়েক বাংলাদেশ - মোহনা ও মানান সাঈদ
          লিঙ্কঃ ফেসবুক

৮. গণজোয়ার - শহরতলী
          লিঙ্কঃ ভিমিও | ইউটিউব

৯. চল চল চল - মিউজিশিয়ানস এ্যালায়েন্স
               লিঙ্কঃ ইউটিউব | ফেসবুক


চলচ্চিত্র

১. আবার ফাল্গুন - নেগেটিভ এ্যাটিচিউড
          লিঙ্কঃ ফেসবুক

২. শাহবাগ - এ্যান ওশ্যান ইন দ্যা মেকিং - মেহদী হাসান খান
৩. গণজাগরণ - কাশফী আহসান
          লিঙ্কঃ ভিমিও

৪. আরেকটি যুদ্ধ - আশিকুর রহমান সানি
          লিঙ্কঃ ফেসবুক

৫. প্রজন্ম চত্বর - যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি চাই - মাহদী হাসান
          লিঙ্কঃ ফেসবুক | ইউটিউব

৬. শাহবাগের পাশে - কোশিক বোস এর স্যন্ড আ‍র্ট
          লিঙ্কঃ ফেসবুক

৭. বাংলাদেশ কাঁপানো ৮ ফেব্রুয়ারীর বারো ঘন্টা - সিনেমাস
          লিঙ্কঃ ফেসবুক

৮. দ্যা কল
          লিঙ্কঃ ভিমিও

৯. প্রজন্ম চত্বর - ইউনাইটেড উই স্ট্যান্ড - তাহসিন হোসেন
          লিঙ্কঃ ফেসবুক

১০. ইউনাইটেড বাংলাদেশ - শাখাওয়াত রাসেল
          লিঙ্কঃ ফেসবুক


চরমপত্র

১. চরমপত্র - পর্ব ১
          লিঙ্কঃ সাউন্ডক্লাউড

২. চরমপত্র - পর্ব ২
          লিঙ্কঃ সাউন্ডক্লাউড

৩. চরমপত্র - পর্ব ৩
          লিঙ্কঃ সাউন্ডক্লাউড

৪. চরমপত্র - পর্ব ৪
          লিঙ্কঃ সাউন্ডক্লাউড

৫. চরমপত্র - পর্ব ৫
          লিঙ্কঃ সাউন্ডক্লাউড

৬. চরমপত্র - বিশেষ পর্ব
          লিঙ্কঃ সাউন্ডক্লাউড


অরিন্দম গুস্তাভো বিশ্বাস, ৭ই মার্চ, ২০১৩, ঢাকা
লাস্ট আপডেটেডঃ ৯ই মার্চ বিকাল ৪টা