তুমি জানলেনা কোনদিন,
তোমার মুখে ঐ
কথাটি শোনার
সেই কাঙ্খিত মুহূর্তটির
জন্য
আমি অপেক্ষা করেছি
কতকাল,
কত হাজার রাত
নির্ঘুম থেকেছি,
শুধু সেই অনুভূতি—
তোমার মুখের হাসি,
অনুভবের প্রস্তুতি নিতে—
শিমুল তুলোর মত
উড়ে
আলতো করে তোমার
গাল ছুঁয়ে
কানে গোঁজা গোলাপের
পাঁপড়ি হয়ে
আমি কোন অতীতে
হারিয়ে গেছি
তোমাতে—
অতন্দ্রিলা,
জানোনি তুমি, জানবে—
হঠাৎ আমিহীন কোন
এক নক্ষত্র-ছাওয়া রাতে।।
অরিন্দম গুস্তাভো
বিশ্বাস
১৮ ফেব্রুয়ারি
২০১৪
ঢাকা