এখনও রৌদ্রতপ্ত কোন
বিষন্ন দুপুরে,
সঙ্গীকে খুঁজে যায়
কোন একেলা
ঘুঘু।
এখনও নিশ্চুপ রাতের
নিস্তব্ধতা ভেঙ্গে,
হুইসেল দিয়ে যায়
এক ব্যথিত
ট্রেন ইঞ্জিন।
এখনও হেঁটে চলা
মানুষের সমুদ্রে,
হঠাৎ উঁকি দেয়
কোন পরিচিত
মুখ।
এখনও মরা নদীর
বিস্মৃতপ্রায় জলের রেখা,
চিকচিক করে ওঠে
প্রথম সূর্যের
আলোকে।