আলো ঝলমলে উৎসব,
রক্ত ঝরে পথের ফকিরের ক্ষতে,
চাকচিক্যময় ত্রিমাত্রিক আলোছায়া,
সুউচ্চ ভবন, অনুচ্চ সন্মান।
ভেসে আসে তাদের উদ্দাম উল্লাস,
বেমানান ফকিরটি কান পেতে শোনে।
পারফিউম আর হাইহিলের আঘাতে,
গাড়িটি এসে দরজা খুলে দাঁড়ায়।
পলিশড্ শু হেঁটে আসে বুকের উপর পা রেখে,
দম বন্ধ হয়ে আসে বৃদ্ধ ফকিরটির।