নিবাস তাঁর ঐ দূর গ্রামের ধারে,
জানবে না সে থমকে দাঁড়িয়ে দেখছি আমি—
স্নিগ্ধ বনভূমি ঢেকে যাচ্ছে ধবল তুষারে।
ভাবছে ঘোড়া এখানে থামছি কেন,
আশেপাশে নেই তো কোন খামারের আশ্রয়,
বিস্তৃত অরণ্যানী আর জমাট হ্রদের ধারে,
এই শীতল সময়ের অন্ধকারাচ্ছন্ন সন্ধ্যায়।