পৃষ্ঠাসমূহ

১৩ নভে, ২০১৩

জনৈক মানুষী

শরীরে মিশে থাকে মানুষীর প্রেমের ঘ্রাণ,
বাতাসে ওড়ে এলোমেলো চুল,
কাশবনের শ্বেত-শুভ্র অন্ধকারে,
কুয়াশা ঢাকা শাড়ীর আঁচল

ডাগর চোখ দু'খানি আনমনে চেয়ে থাকে,
মায়াময় ঝুলে থাকে নক্ষত্রের মতন,
নোনা গন্ধে আচ্ছন্ন হয়ে ধূসর আকাশ,
মাতাল সমীরণে ভাসে আশ্চর্য সুখ-বেদন

ঘাসের ডগায় জমে থাকে ভোরের শিশির,
সদ্য জাগা কাক হয়ত আড়মোড়া ভাঙে,
হাজার বছর পথ হেঁটে এসে আমি,
ক্লান্ত চোখে খুঁজে যাই এখনও তোমারে


অরিন্দম গুস্তাভো বিশ্বাস
১০/১১ অক্টোবর ২০১৩
খুলনা