পৃষ্ঠাসমূহ

২৫ নভে, ২০১৩

দায়মুক্তির কবিতাঃ লাশের মিছিলে

লাশের উপর লাশ,
লাশের নীচে লাশ।
নিষ্ফল আক্রোশ,
আর ভীষণ অবিশ্বাস!

আগুনে পোড়া লাশ,
থেৎলে যাওয়া লাশ।
আমাদের ভন্ডামী,
আর বেঁচে থাকার আঁশ!

সারি সারি লাশ,
নিখোঁজ হওয়া লাশ।
মানবতার ধ্বজ্জাধারীরা,
আজ করছে সর্বনাশ!

লাশের পাশে লাশ,
বেওয়ারিশ লাশ।
থামছে না'তো মানুষের,
আজ নিরন্তর দীর্ঘশ্বাস!

লাশের মিছিলে লাশ,
আমরা জীবন্ত লাশ।
দাঁড়াতেই হবে ওদের কাতারে,
মনে আছে বিশ্বাস।।

[ উৎসর্গঃ যারা বেঁচে থাকতে চেয়েছিল, কিন্তু আমরা যাদের মেরে ফেলে স্বার্থপরের মত বেঁচে আছি তাদের সকলের স্মৃতির উদ্দেশ্যে ]

অরিন্দম গুস্তাভো বিশ্বাস
২৫ নভেম্বর ২০১২
ঢাকা


[ ২৪ নভেম্বর, ২০১২, আশুলিয়ার তাজরীন ফ্যাশনস লিমিটেডে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত হয় শতাধিক শ্রমিক। ভবনে আগুন লাগার পরও কলাপসিবল গেটে তালা ঝুলিয়ে দিয়ে অ্যালার্ম নষ্ট হয়ে গেছে এই বলে শ্রমিকদের কাজ চালিয়ে যেতে নির্দেশ দেওয়া হয় এই মর্মে অভিযোগ পাওয়া যায়। প্রতিদিন বাড়ছিল লাশের সংখ্যা, স্বজনদের আহাজারি। সারি সারি লাশের ছবি প্রতিনিয়ত দেখতে দেখতে একসময় কেমন যেন নিজেকেই দায়ী বলে মনে হচ্ছিল। কেননা একজন নাগরিক হিসেবে এর দায় কোন না কোন ভাবে আমাদের সবার উপরেই খানিকটা বর্তায়। সেকারণেই কবিতাটি দায়মুক্তির কবিতা। দায়মুক্তি কখনও হয়না জানি, তবু হোক না খানিকটা যন্ত্রণার প্রকাশ, অনুভূতির ব্যবচ্ছেদ। ]