পৃষ্ঠাসমূহ

৮ ডিসে, ২০১৩

জন লেনন স্মরণে কবিতাঃ সত্যপ্রলাপ

জন, কেমন আছ তুমি?
অনেক অভিমান আমাদের উপর
তাইনা?

তুমি কি জান,
ওনো তোমার জন্য এখনও কাঁদে
প্রতিরাতে?

তোমার শরীরে,
বুলেটের ক্ষত, রক্তমাখা চশমা
আমরাই অপরাধী।

তোমার গান,
এখনও প্রতিধ্বনিত হয় প্রতিটি শান্তিকামী
মানুষের হৃদয়ে।

চিরচেনা তোমাকে,
ঝাপসা করে দিতে পারেনি
মহাকালের গ্রাস।

অসহায় মানুষগুলো,
এখনও শান্তি খুঁজে ফেরে তোমার
গানের স্পর্শে।

শান্তিকে তুমি,
দিয়ে চেয়েছিলে আর একটি সুযোগ
ওরা দিলনা তোমাকে।

তোমার স্মরণে,
ওরা করে কতই নাটক
অভিনয়।

আদর্শ তোমার,
সেই যুদ্ধ শেষ করার গান
আজও জানেনা ওরা।

তোমার স্বপ্ন,
যুদ্ধ নয় শান্তি স্লোগান আজ
একটি সত্যপ্রলাপ।

জন, দেখ,
তোমার বিদায়ে আজ আকাশ
ঢেকে গেছে মেঘে।

আজ রাতে,
শুকতারাটি উঠবে
শুধুই তোমার জন্য।

জন, ভাল থেক তুমি,
অভিমান কোর না আর,
এই কুৎসিত পৃথিবীতে
তুমি ছিলে বড় বেশী সুন্দর।


A Tribute to John Lennon (1940-1980)
WAR IS OVER! IF YOU WANT IT.


অরিন্দম গুস্তাভো বিশ্বাস
০৮ই ডিসেম্বর ২০১০
ঢাকা