হোক সে লাল-কাল জামা
পরা মেয়েটি,
অথবা হোক না
নাটোরের বনলতা
সেন!
আশায় থাকি ডাক
দিয়ে বলবে
সে―
এ্যাঁই যে স্যার,
এতদিন কোথায়
ছিলেন?
গভীর রাতে মোবাইলের
অপর প্রান্তে,
অথবা কোন দারুচিনি
দ্বীপের ভিতর।
হয়ত তার চোখে
জ্বলে কপট
আগুন,
আরও থাকে অন্ধকার,
মুখোমুখি বসিবার।