পৃষ্ঠাসমূহ

১৭ মার্চ, ২০১৪

পুরাতন বনলতা সেন

হোক সে লাল-কাল জামা পরা মেয়েটি,
অথবা হোক না নাটোরের বনলতা সেন!
আশায় থাকি ডাক দিয়ে বলবে সে
এ্যাঁই যে স্যার, এতদিন কোথায় ছিলেন?

গভীর রাতে মোবাইলের অপর প্রান্তে,
অথবা কোন দারুচিনি দ্বীপের ভিতর
হয়ত তার চোখে জ্বলে কপট আগুন,
আরও থাকে অন্ধকার, মুখোমুখি বসিবার



১৩ মার্চ, ২০১৪

প্রিয় মৃত্তিকা

দেশের প্রতি ভালবাসাকে এক কথায় আমরা বলি 'দেশপ্রেম।' সংজ্ঞা ও প্রকাশে বিভিন্নতা থাকলেও এ শব্দের রয়েছে অনন্য এক বৈশিষ্ট্য। দেশপ্রেম নিয়ে কথা উঠলে কেউ কোনদিন প্রশ্ন করবেনা যে ঠিক কোন দেশের প্রতি প্রেমের কথা বলা হচ্ছে, কারণ দেশপ্রেমের 'দেশ' এক জন্মভূমি ছাড়া অন্য কোন দেশ হতেই পারে না। আমরা যেখানেই যাই না কেন, দিনশেষে জন্মভূমিই আমাদের আশ্রয়, সেখানেই প্রোথিত আমাদের পরিচয়।