ভেসে বেড়ানো অনুভূতিগুলো আমার খুব চেনা,
যেন কতকালের পরিচিত দেজ্যা ভ্যু।
আবছায়া রাস্তায় একটা নির্মানাধীন হাইরাইজের পাশে,
ডাগর চোখের বৃষ্টি আটকিয়ে মেয়েটি দাঁড়িয়ে থাকে,
তপ্ত দুপুরে পদ্মার চিকচিক করা পানি যেন,
হঠাৎ তার দু'চোখে এসে স্থির হয়।
তারপর হয়ত থমকে থাকে আরও বহুকাল,
অথবা শ্রাবণমেঘ হয়ে ভিজিয়ে দেয় ধরণীকে।
রাস্তা ফাঁকা, শান্ত, চুপচাপ।
টঙ দোকানের নীল প্লাস্টিকের ছাদে অবিরাম ঝরে পড়ে—
বিষাদের রোদ্দুর, কিংবা প্রেমপূর্ণ বৃষ্টিধারা!
প্রশ্নেরা থাকে, ভিড় করেই দাঁড়িয়ে থাকে,
পরিচিত দেজ্যা ভ্যু'দের সঙ্গে একই সমতলে।।
অরিন্দম গুস্তাভো বিশ্বাস
১৩ এপ্রিল ২০১৪
ঢাকা
ছবি কৃতজ্ঞতাঃ উইকিমিডিয়া
যেন কতকালের পরিচিত দেজ্যা ভ্যু।
আবছায়া রাস্তায় একটা নির্মানাধীন হাইরাইজের পাশে,
ডাগর চোখের বৃষ্টি আটকিয়ে মেয়েটি দাঁড়িয়ে থাকে,
তপ্ত দুপুরে পদ্মার চিকচিক করা পানি যেন,
হঠাৎ তার দু'চোখে এসে স্থির হয়।
তারপর হয়ত থমকে থাকে আরও বহুকাল,
অথবা শ্রাবণমেঘ হয়ে ভিজিয়ে দেয় ধরণীকে।
রাস্তা ফাঁকা, শান্ত, চুপচাপ।
টঙ দোকানের নীল প্লাস্টিকের ছাদে অবিরাম ঝরে পড়ে—
বিষাদের রোদ্দুর, কিংবা প্রেমপূর্ণ বৃষ্টিধারা!
প্রশ্নেরা থাকে, ভিড় করেই দাঁড়িয়ে থাকে,
পরিচিত দেজ্যা ভ্যু'দের সঙ্গে একই সমতলে।।
অরিন্দম গুস্তাভো বিশ্বাস
১৩ এপ্রিল ২০১৪
ঢাকা
ছবি কৃতজ্ঞতাঃ উইকিমিডিয়া