প্রথমে আমি দিন গুনতাম, তারপর সপ্তাহ!
একসময় অবাক হয়ে দেখলাম,
সাতদিনের সপ্তাহের বাঁধনে আর ধরা যাচ্ছেনা সময়টাকে!
অনন্যোপায় হয়ে মাসের সাহায্য নিলাম তারপর।
একদিন মাসের হিসেবও ফুরিয়ে এল,
আমি গুনতে শুরু করলাম বছর।
বছরেরা কেটে যাচ্ছে আজও
বন্দর ছেড়ে চলে যাওয়া বিষণ্ন জাহাজের মতন।
হিসেব কবে শেষ হবে জানা নেই!
আদৌ হবে কিনা সেটাও প্রশ্ন থাকে!
হয়ত আমার জীবনকাল থেকেও একদিন বড় হয়ে যাবে সময়টা!
আমি নিঃশেষ হয়ে যাব মহাকালের গাঢ় অন্ধকারে।
তবু জানি কবিতা বেঁচে থাকবে! প্রেমিকা আমার—
বেঁচে থাকবে সময়কে ছাড়িয়ে!
অরিন্দম গুস্তাভো বিশ্বাস
৩০ এপ্রিল ২০১৪
খুলনা
ছবি কৃতজ্ঞতাঃ ডেভিয়েন আর্ট
একসময় অবাক হয়ে দেখলাম,
সাতদিনের সপ্তাহের বাঁধনে আর ধরা যাচ্ছেনা সময়টাকে!
অনন্যোপায় হয়ে মাসের সাহায্য নিলাম তারপর।
একদিন মাসের হিসেবও ফুরিয়ে এল,
আমি গুনতে শুরু করলাম বছর।
বছরেরা কেটে যাচ্ছে আজও
বন্দর ছেড়ে চলে যাওয়া বিষণ্ন জাহাজের মতন।
হিসেব কবে শেষ হবে জানা নেই!
আদৌ হবে কিনা সেটাও প্রশ্ন থাকে!
হয়ত আমার জীবনকাল থেকেও একদিন বড় হয়ে যাবে সময়টা!
আমি নিঃশেষ হয়ে যাব মহাকালের গাঢ় অন্ধকারে।
তবু জানি কবিতা বেঁচে থাকবে! প্রেমিকা আমার—
বেঁচে থাকবে সময়কে ছাড়িয়ে!
অরিন্দম গুস্তাভো বিশ্বাস
৩০ এপ্রিল ২০১৪
খুলনা
ছবি কৃতজ্ঞতাঃ ডেভিয়েন আর্ট