পৃষ্ঠাসমূহ

১৮ নভে, ২০১৪

ক্লান্তদিনের শেষে

মেঘঝরা প্রতিটি বৃষ্টির ফোঁটায় মাটি ছোঁয় বিষন্নতা
দূর্যোগের রাতে আশ্রয় খোঁজে নিরুপায় ঘাসফড়িং
ক্ষীন আরও ক্ষীন হয়ে আসে দোয়েলের কণ্ঠস্বর
নিরাপদ বাঁশবাগানে জড়ো হয় চাঁদের ছায়ারা।

চকচকে পানি নিথর আবেগে জমে রৌদ্রক্লান্ত পিচের রাস্তায়
ব্যস্ত মানুষগুলোর চোখে ঝলসে ওঠে ঘরে ফেরার তাড়া
ওভারব্রীজের নীচ দিয়ে ছুটে চলে অজস্র নিশান পেট্রল
ভেজা শার্টের ছেলেটা তবু থাকে অতন্দ্রিলার অপেক্ষায়।

অবাধ আকাশে আলোছায়ার খেলা চলে তারপর
ছড়িয়ে ছিটিয়ে জ্বলে থাকে অবাক কিছু নক্ষত্র
চাঁদটাও একসময় উঁকি দেয় আ শিঁয়ে আন্দালুর ফ্রেমে
কেটে যাওয়া ঘুড়িটা তবু সে আলোয় চোখে পড়ে না।।


অরিন্দম গুস্তাভো বিশ্বাস
০২ মে ২০১৪
খুলনা

ছবি কৃতজ্ঞতাঃ এসএমএডাটা ডটকম