একদিন সময় বদলে যাবে,
তোমার তিরস্কারের
সকল পথ,
সহস্র ফোঁটা
চোখের জলকে অতিক্রম করে।
কষ্টগুলো
তোমার মনে থাকবে না জানি,
কারণ সূর্যালোকে
কেটে গেছে সমস্ত মেঘ,
তখন জীবনটা
বদলে যাবে,
আবেগগুলো
ঢাকা পড়ে যাবে দায়বদ্ধতার অন্তরালে,
সেদিন অদ্ভুত
শক্তিশালী হবে সেই আড়াল।
একই মানুষ
থাকব আমরা দু'জন, একসাথে,
হয়ত থাকার
জন্য থাকা হবে,
মুগ্ধ ভালবাসার
খাতাটা পুড়ে ছাই হয়ে গেছে ততদিনে।।
অরিন্দম গুস্তাভো বিশ্বাস
৩০ জানুয়ারী ২০১৩
ঢাকা