এখনও রৌদ্রতপ্ত কোন
বিষন্ন দুপুরে,
সঙ্গীকে খুঁজে যায়
কোন একেলা
ঘুঘু।
এখনও নিশ্চুপ রাতের
নিস্তব্ধতা ভেঙ্গে,
হুইসেল দিয়ে যায়
এক ব্যথিত
ট্রেন ইঞ্জিন।
এখনও হেঁটে চলা
মানুষের সমুদ্রে,
হঠাৎ উঁকি দেয়
কোন পরিচিত
মুখ।
এখনও মরা নদীর
বিস্মৃতপ্রায় জলের রেখা,
এখনও এই ছল-চাতুরি ভরা
মানুষের মাঝে,
হয়ে যায় একটি
সত্যিকারের ভালবাসা।
এখনও টায়ারের কাদামাখা
কোন শহুরে
রাস্তায়,
আশা হয়ে জ্বলে
থাকে এক
নিঃসঙ্গ ল্যাম্পপোষ্ট।
অরিন্দম গুস্তাভো
বিশ্বাস
১৭
এপ্রিল ২০১৩
ঢাকা