একদিন সত্যি চলে
যাব,
          এক প্রচন্ড ঝড়ের রাতে,
হারিয়ে যাব হঠাৎ
          কোন ধবল বজ্রালোকে।
দমকা বাতাস পেরিয়ে
          কোন আপন ঘরের সন্ধানে,
ঝিরিঝিরি বাতাসে যেখানে
          দোল খাবে অলীক প্রজাপতি।
দু'পায়ে কাদামাটি লাগিয়ে
          হেঁটে যাব বহুদূর পথ,
আকাশের প্রান্তে জমে থাকা
মরিচীকা ছোঁয়ার নেশায়
          ছিঁড়ে যাবে বৃষ্টিভেজা স্যান্ডেল,
খালিপায়ে শুকনো পাতা মাড়িয়ে
          পৌঁছে যাব কোন জ্যোছনাস্নাত স্বপ্নপুরীতে।
দেয়ালে ঝুলে থাকবে কিছু স্বচ্ছ
শামুক
          মাটিতে বেড়ে উঠবে রঙীন ক্যাকটাস,
ছায়াটা দীর্ঘতর হতে হতে
          পেরিয়ে যাবে জাগতিক সীমানা।
অতঃপর...
আমি হাত বাড়িয়ে দেব
          কিন্তু আমার কোন হাত নেই,
ছুঁয়ে দেখা হয়না আমার
          উজ্জ্বল মেঘের কল্পদিন।
শুধু নিশ্চল নিশ্চুপ
          আরাধ্য আঁধারে,
অবহেলায় পড়ে থাকে
          অচেনা কোন নীল মৃতদেহ।
আলো যায়, আলো আসে,
অলৌকিক আধাঁর চেপে বসে,
আমাদের রক্তাক্ত করে, রক্তাক্ত
করে।।
অরিন্দম গুস্তাভো বিশ্বাস
০৭ই জুন ২০১৩
খুলনা
