পৃষ্ঠাসমূহ

৩ জুন, ২০১৩

বস্ত্রবালিকারা

তুমি আমাদের কষ্টের কথা জানতে চাও?
তুমি কি জান কষ্ট কাকে বলে?
কষ্টের রঙ কি জান তুমি?
একবুক স্বপ্ন নিয়ে জীবনে ঠকে যেতে যেতে,
জীবনের শ্রেষ্ঠ সময়গুলো বেচে ফেলতে,
এ কেমন কষ্ট তা কি তুমি বুঝবে কোনদিন?

জানতে চাও আমরা কেমন আছি?
ধুঁকে ধুঁকে বেঁচে থাকার মানে কি তুমি বুঝবে?
গাড়ি আর হাইরাইজের শহরে বসে,
গ্রামে ফেলে আসা স্মৃতির কাতরতা,
আমার আশায় তাঁদের তাকিয়ে থাকাটা,
তুমি কি অনুভব করতে পারবে?

কাঁদছি কেন?
ক্ষুধার জ্বালা কাকে বলে তা কি জান তুমি?
জান কি মানুষ কখন জীবন বাজি রাখে?
বেতন পেতে একদিনের দেরী,
আর বস্তিমালিকের গালাগালি,
তুমি কি জান সেই অপমানের মানে?

কিসের আন্দোলন জিজ্ঞেস করছো?
রাজপথে রক্ত কেন জানতে চাও?
বলতে পার কতটা নিরুপায় হলে পরে,
আমরা বুক পেতে দেই বুলেটের সামনে?
মুখ বুঁজে খেয়ে যাই মালিকের লাথি?
পঙ্গুত্বের অসহায়ত্ব তুমি কিভাবে বুঝবে?

আমরা কারা প্রশ্ন করছ?
তুমি কি আদৌ আমাদের চিনবে?
তোমাদের অট্টালিকায় তুলেছে যারা,
আমরা তারা, বস্ত্রবালিকারা।
করুণা তো চাইনি কোনদিন তোমাদের,
চেয়েছি আমাদের মানুষ ভাববে শুধু।।

[প্রতিক্রিয়াঃ বস্ত্রবালিকারাঃ Garment Girls of Bangladesh – তানভীর মোকাম্মেল]

অরিন্দম গুস্তাভো বিশ্বাস
০৭ জুলাই ২০১২
ঢাকা