সাবজেকটিভ ক্যামেরায় মাটির
মাইটের ভেতর
থেকে দূর্গার
বিড়াল বের
করা, অথবা
দোলনায় দুলতে
থাকা উচ্ছল
চারুলতার POV শট। এক ট্রলি
শটে বিরাট
বিয়ের অনুষ্ঠান
অথবা পালকির
সাথে চলতে
শুরু করা
ট্রলির ঘুমন্ত
অপুতে এসে
থেমে যাওয়া। অথবা...
অথবা...
গুরু, তুমি যা
করে দেখিয়েছো,
সেটা মুখে
বলতে গেলেও
হাজারটা মুখের
দরকার হবে। তাই
সেই চেষ্টা
আর করলাম
না।
কুরোসাওয়া'র কথাটাই আরেকবার বলে
যাইঃ সত্যজিৎ
রায়ের সিনেমা
যে দেখেনি,
সে পৃথিবীতে
বাস করেও
চাঁদ আর
সূর্য দেখেনি।
১৯৯২ সালে সত্যজিতের অনারারি
অস্কারের উদ্ধৃতিতে লেখা হয়েছিল, 'চলচ্চিত্র নির্মাণে তাঁর বিরল প্রতিভা এবং গভীর মানবিক
দৃষ্টিভঙ্গীর স্বীকৃতিস্বরূপ, যেটা সারা বিশ্বের চলচ্চিত্র নির্মাতা এবং দর্শকদের স্থায়ীভাবে
প্রভাবিত করেছে।'
আজ (২রা মে
২০১৩) সত্যজিৎ
রায়ের জন্মদিন। তাঁর
সম্পর্কে বিভিন্ন
বিখ্যাত ব্যক্তিদের
অনুভূতি অনুবাদ
করে দিলাম।
শুভ জন্মদিন গুরু,
তুমি ছিলে
বলেই আমরা
আছি।